ছুটি উদযাপনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
ডিসেম্বর ১৫ ২০২৩, ১৮:১৯
ডেস্ক প্রতিবেদক ॥ সাগরকন্যা কুয়াকাটায় ছুটির দিনে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল গড়াতেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়।
সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। পদ্মা সেতু চালু হওয়ার পরে কুয়াকাটায় বেড়েছে পর্যটকের সংখ্যা। সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় আগমন ঘটেছে লক্ষাধিক পর্যটকের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল থেকেই এসব পর্যটকের আগমন ঘটে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউ বাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটদের পদচারণায় মুখরিত। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় পর্যটকদের। সৈকতে কেউ গোসল করছে, কেউ ছবি তুলছে, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে। আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকত ঘুরছে।
কুয়াকাটায় ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক সুমন হাওলাদার জানান, ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে কুয়াকাটায় আসছে। খুব ভালো লাগছে।
কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ জানান, একদিকে সাপ্তাহিক ছুটি অপরদিকে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আজ কুয়াকাটা লক্ষাধিক পর্যাটকদের অগমন ঘটেছে। আগমনী তিনদিন কুয়াকাটায় অধিকাংশ হোটেলে বুকিং হয়েছে। এদিকে পর্যটকদের আগমনের কারণে অধিকাংশ আবাসিক হোটেল বুকিং রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটার আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করার হয়েছে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।









































