ধান খেতের ড্রেনে পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

ডিসেম্বর ১২ ২০২৩, ১২:৫৯

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে একটি ধান খেতের ড্রেনের ভিতর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঝালকাঠি -বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রীরামপুর এলাকায় একটি ধানখেতের ড্রেনের ভিতরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায় । পরে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে কেউই ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় চৌকিদার মোহাম্মদ তৈয়ব আলী জানান,ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। গত ১৫ দিন ধরে এই এলাকার রাস্তায় ঘোরাফেরা করতো। ধারণা করা হচ্ছে গতকাল বিকাল থেকে সকাল পর্যন্ত যেকোনো সময় তিনি মারা গেছেন।নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও