পাল্টা পদক্ষেপ নিলেন স্বতন্ত্র সাদিক, চাইলেন নৌকাপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ডিসেম্বর ০৯ ২০২৩, ১৯:০৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল ৫ সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকে মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। জাহিদ ফারুক আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউ তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে।
এছাড়া বরিশাল সদর আসনে এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ এনেছেন সাদিক আব্দুল্লাহ’র আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল। জাহিদ ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল।
এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন নৌকা প্রাথীী জাহিদ ফারুক। গত ৬ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়। একই আবেদনে তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ করা হয়। নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।
ধারানা করা হচ্ছে, নৌকাপ্রার্থী জাহিদ ফারুকের আবেদনের পাল্টা পদক্ষেপ হিসেবে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ করেছেন। সাদিক আব্দুল্লাহ’র আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি থাকা সত্ত্বেও তথ্য গোপন করা হয়েছে। সেইসঙ্গে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার তথ্য গোপন করেছেন শামীম। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখবে বলে দাবি করেছেন। তবে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে বলছেন, তিনি কোনো তথ্য গোপন করেননি এবং হলফনামায় সব ধরনের বৈধ কাগজপত্র দিয়েছেন।’









































