শাহজাহান ওমর বীর উত্তমের কুশপুতুল পুড়িয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা

ডিসেম্বর ০১ ২০২৩, ২০:২০

নিজস্ব প্রতিবেদক ‍॥ আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ায় ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের কুশপুতুল পুড়িয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে ঝালকাঠি জেলা বিএনপি।

এক প্রেস বার্তায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন এ তথ্য জানান। সেই সঙ্গে কুশপুতুল পোড়ানোর ছবিসহ এ তথ্য সাংবাদিকদের কাছে ই-মেইল করা হয়েছে।

প্রেস বর্তায় জানানো হয়, ‘শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় ঝাটা ও জুতা ঝুলিয়ে শাহজাহান ওমরের কুশপুতুল জ্বালানো হয়। এসময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ওমরকে মীরজাফর আখ্যায়িত করে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিকেল ৩টায় আমতলা সড়কে ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে জপলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিনের নেতৃত্বে ছাত্রদল নেতারা শাহজাহান ওমরকে বেইমান মীরজাফর উপাধি দিয়ে নানা রকম স্লোগানে কুশপুতুলে ঝাঁটা ও জুতাপেটা করে আগুন দেন। অপরদিকে বৈরবপাশার ডাপর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কুশপুতুল দাহ করে।’

কুশপুতুল দাহ করার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব জানান, ব্যারিস্টার শাহজাহান ওমর রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝরানো রক্তের সঙ্গে বেইমানি করেছেন। আজ ১ ডিসেম্বর ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে শাহজাহান ওমরের কুশপুতুলে ঝাটা এবং জুতাপেটা করে আগুন জ্বালিয়ে মীরজাফর বেইমানের আখ্যায়িত করে বিএনপি। সকাল ১১টার দিকে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় ঝালকাঠি জেলা ও পৌর বিএনপি নেতারা শাহজাহান ওমরের কুশপুতুল পোড়ান। এছাড়া বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং ভৈরবপাশার ঢাপর এলাকায়ও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বলেন, ‘ব্যারিস্টার শাহজাহান ওমর দলের সঙ্গে, রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝরানো রক্তের সঙ্গে বেইমানি করেছেন। গত ১৫ বছর ফ্যাসিবাদী কায়দায় যে দলটি ক্ষমতা কুক্ষিগত করতে নেতাকর্মীদের গুম খুন করেছে, রাজপথ রক্তে রঞ্জিত করেছে সেই দলের হয়ে নির্বাচন অংশগ্রহণ করার মতো ঘৃন্য আর কোনো কাজ হতে পারে না। নেতাকর্মীদের ঘৃণার বহিঃপ্রকাশ তার কুশপুতুল দাহ। তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি তাকে ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে।’

তিনি নৌকায় না উঠে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থী হলেও হয়তো কিছুটা কম ঘৃণিত হতেন উল্লেখ করে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, ‘নির্বাচনে যাওয়ায় তার আম ছালা দুটোই যাবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও