ঝালকাঠিতে প্রাইভেটকার এবং থ্রি-হুইলারের সংঘর্ষে আহত ৪

নভেম্বর ২২ ২০২৩, ১৬:০০

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকার ও  থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর ) সাড়ে ১০ টার দিকে উপজেলার বাগড়িবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- মাহিন্দ্রাচালক আল-আমীন (২৬), শফিকুল ইসলাম (১৮), মুনসুর আলী শরিফ(৬২) এবং জুলফিকার হাওলাদার (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাগড়ি বাজারে প্রাইভেটকারের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চালকসহ চারজন গুরুতর আহত হন। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও