স্কুলছাত্র হত্যার বিচার ও জড়তিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন

নভেম্বর ১৯ ২০২৩, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে শিশু স্কুল ছাত্র শাহরিয়া ইসলাম তাওহীদ হত্যার বিচার ও জড়িতেদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার (১৯ নভেম্বট) দুপুর দেড়টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের বলাইবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্বজন, এলাকাবাসী ও ওই এলাকার শিক্ষার্থীরা অংশ নেন। এ কর্মসূচি নিহত শাহরিয়া ইসলাম তাওহীদ পিতা মিলন হাওলাদার, মা তানিয়া বেগম, মামা বাবুসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ওই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করে প্রথমে নির্মানাধীন একটি ভবনে তাকে লুকিয়ে রাখে এবং পরে গুমের উদ্দেশ্যে মরদেহ খালের মধ্যে লুকিয়ে রাখে। ওই ভবনের একটি কক্ষে রক্তের দাগ ও রক্তমাথা কোদাল ও কনহি পাওয়া যায়।

এ ঘটনায় ৫ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে এবং তদন্ত চলমান রয়েছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও