নামাজ পড়ে এসে আয়ের একমাত্র সম্বল অটোরিকশা হারিয়ে নিঃস্ব চাঁন মিয়া

নভেম্বর ০৫ ২০২৩, ১৬:৪১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: ঝালকাঠির শহরে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন চাঁন মিয়া আকন (৫৯)। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার। শনিবার (৪ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন অটোরিকশা নেই। এতে অসহায় হয়ে পড়েছেন চাঁন মিয়া । বিভিন্ন জায়গায় চুরি যাওয়া অটোরিকশার খোঁজ করছেন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তিনি।

অসহায় চাঁন মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। চাঁন মিয়া আকন জানান, গতকাল আমার অটোরিকশা রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নাই। এটা দিয়েই আমার সংসার চলতো।অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি।বর্তমানে আমি গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছি।

অটোরিকশা চালক মো: বাবুল হাওলাদার বলেন, চান মিয়া ভাই আমাদের সাথেই গাড়ি চালাতেন। গতকাল সন্ধ্যায় চোর চক্র তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা জানান,এই অটো রিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস।নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত। ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এসআই দেবাশীষ বলেন,গতকাল সন্ধ্যায় চুরি হয়ে থাকলে বিষয়টি আমাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও