ঝালকাঠিতে ইলিশ ধরায় ২ জেলে আটক

অক্টোবর ৩০ ২০২৩, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সুগন্ধা নদী থেকে আট হাজার মিটার জালসহ দুই জেলেকে আটক করেছে জেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) ভোরে ঝালকাঠি মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এ অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে সুগন্ধা নদীর দিয়াকুল এলাকা থেকে দুইজন জেলেকে আটক করা।

আটকরা হলেন- দিয়াকুল এলাকার মুজিবর আকনের ছেলে রফিকুল আকন (২৪) ও মৃত আলতাফ আকনের ছেলে সাইদুল আকন (২০)। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সাইফুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি। আজকের অভিযানে দুই জেলে আটক করা হয়েছে। এসময় আট হাজার মিটার জাল জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও