হরতালে প্রভাব পড়েনি বরিশাল নগরীতে ‍॥ অতরিক্তি পুলশি মোতায়নে

অক্টোবর ২৯ ২০২৩, ১২:১৩

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় কোন বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

সেইসাথে বরিশাল নদী বন্দর থেকে জেলার আভ্যন্তরীন ও জেলার বাহিরের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের থেকে যাত্রী কিছুটা কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাষ্টার নয়ন। তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে অফিস সময়ের সাথের লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা আগের মতোই ছিলো বলে জানিয়েছেন বন্দরের স্টাফরা।

এদিকে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীন ও দুরপাল্লার রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল করলেও, যাত্রী কম থাকায় নির্দিষ্ট সময়ের বাস কিছুটা বিলম্বে এবং কমিয়ে চলাচল করছে। যদিও সকাল সাড়ে ৯ টা পর্যন্ত এ টার্মিনাল থেকে এ টার্মিনাল হয়ে আভ্যন্তরীন রুটের বাস চলাচলের খবর পাওয়া যায়নি, তবে আভ্যন্তরীন রুটের কাউন্টারগুলো খোলা হয়েছে।

কাউন্টার স্টাফরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় এমনটা হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে বলে দাবি তাদের। আর এ সময়টাতে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। এছাড়া স্বাভাবিক নিয়মে সকাল থেকে বিআরটিসির বাসগুলো সকল রুটে স্বাভাবিক ভাবে চলাচল করছে, যাতে যাত্রীদের উপস্থিতিও ছিলো বেশ ভালো। সেইসাথে নিশির ভেজা সকাল থেকে বরিশাল নগরে ও উপজেলা সদরগুলোতে সিএনজি, মাহিন্দ্রা, অটোরিক্সাসহ সকল ধরণের থ্রি-হুইলার স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এমনকি বরিশাল নগর থেকে উপজেলাগুলোতে সমানে যাত্রী পারাপার করছে এসব যানবাহন।

এদিকে বেলা বাড়ার সথে সাথে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে। হরতাল উপলক্ষ্যে নগরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে।

সকাল সাড়ে ৯ টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রিতীকর পরিস্থিতি পরিলক্ষিত হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে, আর আইন-শৃঙ্খলা বাহিনীরও অব্যাহত নজরদারী রয়েছে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় গত রাত থেকে জোরদার করা হয়েছে আইনশৃংখলা বাহিনীর টহল। কোথাও পিকেটিং এর কোন খবর এখনও পাওয়া যায়নি বলে যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও