ঝালকাঠিতে একদিনে ৮ জেলের কারাদণ্ড

অক্টোবর ২৮ ২০২৩, ২০:০১

নিজস্ব প্রতিবেদক।। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ঝালকাঠিতে একদিনে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।৮ জেলের মধ্যে নলছিটি উপজেলায় ৩ জন,ঝালকাঠি সদর উপজেলায় ১ জন ও রাজাপুর উপজেলায় ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। তিনি জানান, শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জেলায় মোট ১৪ জনকে জেল দেওয়া হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ১৮ টি ও ১৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও