ঝালকাঠিতে মাদরাসা ভবনের উপর ঝুঁকিপূর্ণ গাছ

অক্টোবর ২১ ২০২৩, ১৩:৩৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ছফেদিয়া দাখিল মাদরাসার উপর ঝুঁকিপূর্ণ একটি রেইনট্রি গাছ থাকায় আতংকের মধ্যেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। একইভাবে উদ্বিগ্ন রয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে গাছটি কেটে ফেলা না হলে এর ডালপালা বা গাছই ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এই মাদরাসাটি এরপর ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। আর এই মাদরাসাটির গা ঘেষেই নড়বড়ে অবস্থায় দাড়িয়ে আছে রেইনট্রি গাছ। গাছটি এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেকোন সময় ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। এ থেকে দ্রুত পরিত্রাণ চায় মাদরাসায় শিক্ষার্থীরা। পরিত্রাণ চান শিক্ষক ও অভিভাবকরাও।

কয়েকজন শিক্ষার্থী জানান, এই মাদরাসার ভেতরে ক্লাস করতে আমাদের ভয় করে। কখন গাছের ডালপালা ভেঙ্গে আমাদের উপর পড়ে, এই ভয় নিয়েই ক্লাস করতে হয়। স্থানীয়রা জানান, এই গাছটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ভেঙে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হবে। এখন এই গাছটি দ্রুত সরানো হোক। এটা আমাদের জন্য সমস্যা ও শিক্ষার্থীদের জন্যও সমস্যা। গাছটি সরকারি হওয়ার কারণে চাইলেই গাছটি কেটে ফেলতে পারছে না মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার সভাপতি সাদিয়া সুলতানা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করে যথাযথ নিয়মে গাছটি দ্রুত কেটে ফেলা দরকার। না হলে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাওয়ায় আশংকা রয়েছে। মাদরাসার সুপার মোহাম্মদ অহিদুজ্জামান বলেন, আমরা রেজুলেশন করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। এরপর বনবিভাগ থেকে এসে তদন্ত করে গেছে। কিন্তু এখনো কোন সুরাহা হয়নি।

ঝালকাঠি বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, আমাদের কাছে রেজুলেশন পাঠানোর পরে সরেজমিনে তদন্ত করে মূল্য নির্ধারণ করে জেলা প্রশাসক বরাবর পাঠিয়ে দিয়েছি। এখন কি কারণে গাছ কাটা হচ্ছে না সেটি আমাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও