ঝালকাঠিতে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে
অক্টোবর ১৯ ২০২৩, ২১:৩৯
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সদরে সিঁদ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসেন আরা বেগম (৬২) সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামের প্রয়াত জাহাঙ্গীর হোসেন খানের স্ত্রী। স্থানীয়রা জানায়, হোসনে আরা বেগম একাই ওই গ্রামের বাড়িতে থাকতেন। তার বিবাহিত মেয়ে মলি আক্তার জেলা শহরে এবং ছেলে মিলন খান চট্টগ্রামে থাকেন। বুধবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছন দিয়ে মেঝের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূরুল আলম খান সুরুজ বলেন, ওই বৃদ্ধা হত দরিদ্র। আশপাশের লোকজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করতেন। তাই এ হত্যার কারণ রহস্যজনক মনে হচ্ছে।
এদিকে খুনের এ ঘটনায় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। দরিদ্র বৃদ্ধাকে খুনের কারণ খুঁজে পাচ্ছেন না তারা। এলাকাবাসী এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও আপস) শেখ ইমরান বলেন, হত্যার রহস্য উদঘাটন করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।









































