বাবুগঞ্জে সুগন্ধার আকস্মিক ভাঙ্গন, হুমকিতে বরিশাল বিমানবন্দর
অক্টোবর ০৬ ২০২৩, ২০:৫৫
নুরুল আলম, বাবুগঞ্জ : বাবুগঞ্জের সুগন্ধা নদীর হটাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে বরিশাল বিমানবন্দর ও বাবুগঞ্জ উপজেলার প্রধান সড়ক পথ। সুগন্ধা নদী থেকে বরিশাল বিমানবন্দরের সীমানা প্রাচীরের দুরত্ব রয়েছে ৯০মিটার এবং বাবুগঞ্জ টু বরিশাল সড়ক থেকে সুগন্ধার দুরত্ব রয়েছে ২০ মিটার। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা রহমতপুর ইউনিয়নে অবস্থিত বরিশাল বিমানবন্দর রানওয়ের উত্তর দিকে ক্ষুদ্রকাঠি গ্রাম এ আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে বেশ কিছু পরিবারের বসতবাড়ি সুগন্ধার পেটে চলে গেছে। সুগন্ধার ভয়ে গ্রামবাসী বসতবাড়ি ও গাছপালা নিয়ে পড়েছেন বিপাকে।
স্থানীয় বাসিন্দা ফয়জর আকন বলেন, নদী ভাঙনে আমাদের ঘরবাড়ি ও গাছ পালা নদীতে চলে গেছে, আমার নিজের ঘরও নদী গর্ভে চলে গেছে। নান্টু আকন বলেন, আমার ঘর দুই বার নদী ভাঙনে চলে গেছে। সরকারের কাছেই আমাদের একটাই দাবি আমরা স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা চাই।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলন বলেন, এ গ্রামে অনেক দিন ধরেই ভাঙন দেখা দিয়েছে এবং একাধিক বার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছেন। কিন্তু এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এখানে তাৎক্ষণিক যে ছোট বরাদ্দ দিয়েছে তাও নিম্নমানের জিও ব্যাগ ও বালু ব্যবহার করা হয়েছে। জিও ছিঁড়ে ফাঁটা তাই বালু বেড়িয়ে যাচ্ছে। তবে নির্বাহী প্রকৌশলী বারবারই বলেন ১০০ কোটি বরাদ্দ হয়েছে কিন্ত ঠিকাদার পাচ্ছি না। আর এদিকে দিনদিন বরিশাল বিমানবন্দরে রানওয়ের কাছাকাছি চলে আসছে। এবং নদীর পেটে চলে যাচ্ছে ক্ষুদ্রকাঠি এলাকা সহ বাবুগঞ্জ টু বরিশাল সড়ক।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বাবুগঞ্জ উপজেলায় যে ভাঙন দেখা দিয়েছে এতে হুমকির মুখে পরেছে বরিশাল বিমানবন্দর। এবং বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার যে সড়ক পথ তাও আজ ভাঙনের সম্মুখীন। আমরা একাধিক বার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে জানিয়েছি। তাতেও কোন কাজ হচ্ছে না। আমরা চাই কতৃপক্ষ অচিরেই বাবুগঞ্জ উপজেলার ভাঙন প্রতিরোধে করুক।
বরিশাল বিমানবন্দরের ম্যানেজার রহিম তালুকদার জানান, বিমানবন্দর উত্তর দিকে ভাঙনের বিষয়টি বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানেন এবং তারা একাধিক বার এ এলাকা পরিদর্শন করেছেন। ভাঙনে আমাদের কিছু করার নেই এটা পানি উন্নয়ন বোর্ডের বিষয়। তবে আমাদের রানওয়ে ভাঙলে অথবা আরো কাছাকাছি চলে আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ জানান, নদী থেকে বরিশাল বিমানবন্দরের দুরত্ব রয়েছে ৯০মিটার। ইতি মধ্যে বিমানবন্দর রক্ষায় ৪৫ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। যা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এবং পাশাপাশি বরিশাল ও বাবুগঞ্জ সড়ক রক্ষায় উপজেলার ক্ষুদ্রকাঠীর বটতলা নামক স্থানে ১ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। যা আগামী সপ্তাহে কাজ শুরু হবে।









































