ঝালকাঠিতে দাবি আদায়ে শিক্ষা ক্যাডাররদের কর্মবিরতি

অক্টোবর ০২ ২০২৩, ১৪:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে ক্যাডার বৈষম্যসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে কর্মবিরতি করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সোমবার (২ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে ঝালকাঠি সরকারি কলেজ এই কর্মবিরতি পালন করা হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ,ঝালকাঠি জেলা ইউনিটের সভাপতি প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী,সহকারী অধ্যাপক মাহামুদ মোর্শেদ,শ্যামল চন্দ্র মাঝি,প্রভাষক মো: জাহিদুল ইসলাম।সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো: বজলুর রশিদ।

কর্মবিরতিতে নেতারা বলেন, শিক্ষা ক্যাডারের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছেন। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।তাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও