নলছিটিতে অবৈধ বালু উত্তোলনকারী ৬ জনের জেল-জরিমানা
সেপ্টেম্বর ২৯ ২০২৩, ১৪:০৬
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন-নাসির হাওলাদার (৪৫), মো. রহিম হাওলাদার (৫৫), ইমাম হোসেন (২২), সুজন হোসেন (২৩), নাজমুল হাওলাদার (২০) ও রাসেল হাওলাদার (২০)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ছয়জনকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে।









































