বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল খোয়ালেন বিএম কলেজ শিক্ষার্থী

সেপ্টেম্বর ২১ ২০২৩, ১৬:০৯

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।।ঢাকার মোহাম্মদপুর থেকে বরিশাল আগৈলঝাড়া আসছিলেন বরিশাল ব্রজমোহন (বিএম)কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী হাফিজুল মোল্লা (২২)।বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইলফোন খুইয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।পরে ঝালকাঠির গাবখান টোলঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।অসচেতন ওই যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি এলাকার জামাল মোল্লার ছেলে।

হাফিজুল মোল্লাকে উদ্ধার করে আনা আরিফুর রহমান রায়হান বলেন, আরাফাত নামে এক ছোট ভাই আমাকে ফোন দিয়ে জানায় গাবখান টোলে অসচেতন অবস্থায় ওই যুবক রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে জানাই। পরে সেখানে পুলিশ পাঠায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাফিজুলের পরিবারের সদস্যকে খবর দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক ঢাকা থেকে বরিশালে আসছিল। পথে তাকে অজ্ঞান করে তার সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায় অজ্ঞানপার্টি।বাস থেকে তাকে গাবখান টোলে নামিয়ে দিয়ে যায় পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও