ট্রলার ও হরিন ধরা ফাঁদসহ শিকারি আটক
আগস্ট ০৯ ২০২৩, ১৯:১৫
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: সুন্দরবন ঘেষা বলেশ্বর নদে হরিন ধরা ফাঁদসহ এক হরিন শিকারকে আটক করে চরদুয়ানী নৌ পুলিশ। এ সময় একটি নামবিহীন ট্রলারও জব্দ করা হয়। আটকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে বলেশ্বর নদে এ ঘটনা ঘটে। আটককৃত কুদ্দুস রাজা (৬০) চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. হাকিমের ছেলে। শিকারি কুদ্দুস রাজাকে (৪৮) বাঁচাতে ট্রলারে থাকা দুই মন হরিনের মাংস বলেশ্বর নদে ফেলে দেয়ার অভিযোগ ওঠে নৌ পুলিশ ফাঁড়ির ওসিসহ পুলিশ সদস্যের বিরুদ্ধে।
তবে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার অভিযোগ অস্বীকার করে অভিযান সফলভাবে করেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, পুলিশের টের পেয়ে ওই ট্রলারে থাকা পাচারকারীরা দুই বস্তাভর্তি মাংস নদীতে ফেলে দিতে দেখা গেছে।
জানা যায়, সুন্দরবন থেকে হরিন শিকার করে ট্রলার এবং হরিন ধরা ফাঁদসহ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ২ টার দিকে বলেশ্বর নদ থেকে কুদ্দুস রাজাকে আটক করা হয়। এ সময় ২৩০ ফুট হরিন ধরা ফাঁদ, একটি নামবিহীন ট্রলআরও জব্দ করা হয়।
চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, হরিনের মাংস নদীতে না ফেললে হয়তো মামলা আরও শক্ত হতো। শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









































