২০ বছর পর বরগুনা স্বেচ্ছাসেবক লীগের কমিটি

আগস্ট ০১ ২০২৩, ১৩:৫২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনাঃ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ২০ বছর পর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তিন বছর মেয়াদি নবগঠিত কমিটির সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি।

সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ ২০০৩ সালের ৩০ জুন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে কে এম আবদুর রশীদ এবং শরীফ ইলিয়াস আহমেদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দীর্ঘ ২০ বছর পর চলতি বছরের ১৫ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সিরাজ উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং ওই কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও