নয়নের গুরু বরগুনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী

জুলাই ২৭ ২০২৩, ১৩:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আলোচিত সেই নয়ন বন্ডের রাজনৈতিক নেতা (গুরু) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হয়েছেন।

বরগুনা শহরে মুরাদ হোসাইন নামে সাবেক এ ছাত্রলীগ নেতার কোনো বৈধ অর্থের উৎস না থাকলেও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে ব্যানার, পোস্টার, লিফলেটের ফোয়ারা ছড়িয়েছেন তিনি।

অভিযোগ রয়েছে, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়ন বন্ডের রাজনৈতিক আশ্রয়দাতা ছিলেন এই মুরাদ।

নয়ন বন্ডের রাজনৈতিক হাতেখড়িও হয় মুরাদের কাছে। এরপরই জেলায় শুরু হয় কিশোর গ্যাং সংস্কৃতি। যার মূল পৃষ্ঠপোষকও মুরাদ।নয়ন বন্ডের বন্ধুমহল ও ছাত্রলীগের তৎকালীন নেতাদের দাবি, ২০১৫ সালে মাদকাসক্ত নয়ন জেলা ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি মুরাদ হোসাইনের হাত ধরে রাজনীতিতে সক্রিয় হন।

মুরাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে মাদকের বিনিময়ে রাজনীতির অপসংস্কৃতি চালু হয়। সবকিছুই নিয়ন্ত্রণ করতেন মুরাদ। রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর বিভিন্ন গণমাধ্যমে এসব বিষয় উঠে আসলেও অদৃশ্য শক্তিবলে মুরাদ বারবারই থেকে গেছেন অধরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, আমাদের সবার উচিত মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক প্রবীণ নেতা জানান, সম্মেলনের আগে এই মুরাদকে আমি কখনো স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে দেখিনি। তবে এর আগে সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

তবে মুরাদ হোসাইন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একজন সন্ত্রাসীর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাছাড়া নয়ন বন্ড ছাত্রদলের রাজনীতি করত।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও