সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা

জুলাই ১৯ ২০২৩, ২০:২৬

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় এ জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন-বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদার (৩৮) ও একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০)। আদালত সূত্রে জানা যায়, উপজেলার মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল।

সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে দুটি পৃথক মামলায় সাইফুল ইসলামকে পাঁচ লাখ ও রোমান হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নলছিটি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও