স্মার্ট বরগুনার স্বপ্ন দেখালেন যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার
জুলাই ১৯ ২০২৩, ১৯:০৭
বামনা ( বরগুনা) সংবাদদাতাঃ ডিজিটাল যুগের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ঠিক তখন অবহেলিত বরগুনা জেলার বরগুনা-২ সংসদীয় আসনটির বামনা,পাথরঘাটা ও বেতাগী উপজেলাকে স্মার্ট বরগুনার স্বপ্ন দেখালেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। তিনি বরগুনার বামনা উপজেলার কৃতিসন্তান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি।
আজ বুধবার(১৯ জুলাই) সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব সেমিনার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি স্মার্ট বরগুনা-২ গড়ার অঙ্গীকার করেন।এসময় উপস্হিত ছিল বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এটম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।









































