রাজাপুরে ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, সেই ঘটক র‌্যাবের হাতে আটক

জুলাই ১৫ ২০২৩, ১৬:২৬

জেলা প্রতিবেদক, ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরের ঘটকের ধর্ষণে নববধূ অন্ত:সত্ত্বা হবার ঘটনায় সেই ঘটককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। ১৪ জুলাই ঘটক হালিম সিকদারকে নারায়নগঞ্জ থেকে আটক করেছে র‌্যাবের আভিযানিক দল। শনিবার দুপুরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের ৩ দিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণে ১৫ বছর বয়সি কিশোরী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘরছাড়া হয়েছেন।

এ ঘটনায় গত ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা।

মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলো। ১৪ জুলাই র‌্যাব-৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট কারখানা থেকে হালিম সিকদারকে গ্রেপ্তার করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছেন।

প্রায় তের বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। সেই থেকেই ওই কিশোরীকে তার নানা ভরণপোষণ করে।

অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ওই কিশোরীর। এর আগে গত ১৫ এপ্রিল দুপুরের সময় কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার ধর্ষণ করে। পরে বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে কিশোরীকে হালিম সিকদার ধর্ষণ করে যে কারণে ওই কিশোরী গর্ভবতী হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মামলার পর থেকেই আসামী হালিম সিকদার পলাতক ছিলো। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট কারখানা থেকে র‌্যাব-৮ এর একটি দল আটক করে ১৫ জুলাই রাজাপুর থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও