মঠবাড়িয়া মার্কেট চালু না হওয়ায় অর্ধকোটি টাকা রাজস্ব ক্ষতি

জুলাই ১৫ ২০২৩, ১৬:১৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বহুমুখী মার্কেট (ফিস মার্কেট) খুলে না দেওয়ায় প্রতিমাসে লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এতে চরম ক্ষোভ প্রকার করছেন পৌর প্রশাসক মো. আরিফ উল হক ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় দুই বছর আগে ৩ তলাবিশিষ্ট আধুনিক বহুমুখী মার্কেটটি নির্মাণ হলেও আজ পর্যন্ত খুলে দেওয়া হয়নি। যার ফলে ওই মার্কেটের পুরাতন ব্যবসায়ীরা মার্কেটের পাশে প্রধান সড়ক ঘেঁষে যত্রতত্র দোকান খুলে বসেছে।

এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি রাস্তায় যানজট লেগেই থাকে। সচেতন মহল মনে করেন, একটি ভবন ব্যবহার না হলে এবং দীর্ঘ দিন আটকা থাকলে ভবনের দেয়াল নড়বড়ে (ড্যাম) হবার আশঙ্কা থাকে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, নির্দিষ্ট স্থানে বসতে না পারায় প্রতিদিন মালামালের প্রচুর ক্ষতি হচ্ছে। মালামালের নিরাপত্তা থাকছে না। তাছাড়া মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে হয়রানির পাশাপাশি নানাবিধ ক্ষতির সম্মুখীন হতে হয়।

মার্কেটটি নির্মাণ হবার পর খুলে দেওয়ার দাবি জানালে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করলেও অজ্ঞাত কারণে আজও খুলে দেওয়া হয়নি। তাদের দাবি প্রাপ্যদের দোকান বরাদ্দ দিয়ে দ্রুত সময়ের মধ্যে মার্কেট খুলে দেওয়া হোক।

এদিকে, এ মার্কেটটি খুলে দেওয়ার দাবিতে কিছুদিন আগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীসহ ২ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

বক্তরা তাদের বক্তব্যে বলেছেন, আগামী ১ মাসের মধ্যে মার্কেটটি খুলে দেওয়া না হলে কঠিন আন্দোলনে যাবেন। পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, ব্যাংকের সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের প্রাণকেন্দ্রে নির্মিত ৩ তলাবিশিষ্ট বহুমুখী মার্কেট খুলে না দেওয়ায় প্রতিমাসে ২ লাখ টাকা পৌরসভা রাজস্ব হারিয়েছে। তিনি দ্রুত মার্কেটটি খুলে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও