বরগুনায় ২০ বছর পর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
জুলাই ১৫ ২০২৩, ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় দীর্ঘ ২০ বছর পর হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বরগুনা পৌরসভার সিরাজ উদ্দিন মিলনায়তন টাউনহলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।এর আগে সম্মেলনকে কেন্দ্র করে পদ পদপ্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে নতুন সাজে সেজেছে পুরো শহর। প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে গেইট।
এছাড়াও নেতাকর্মীদের নিয়ে শহরের অলি-গলিতে বিভিন্ন সময় মিছিল করেছেন নতুন কমিটির পদপ্রার্থীরা। জানা যায়, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ৩০ জুন।
এতে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে কে এম আবদুর রশীদ এবং শরীফ ইলিয়াস আহমেদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর দীর্ঘ ২০ বছরেও বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
এ সম্মেলনে উপস্থিত থাকবেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর।
এছাড়া আরও উপস্থিত থাকবেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।









































