বরিশালে তালাবদ্ধ জীবন থেকে মুক্তি মিলছে মরিয়ম-নুরের

জুলাই ১৪ ২০২৩, ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেড় বছর পর তালাবদ্ধ জীবন থেকে মুক্তি মিলছে মরিয়ম এবং নুরের। একই সাথে সংগ্রামী পিতা রনি সিকদার ফিরোজের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে নিজেই গাড়িতে করে চাল, শিশুদের জন্য আম ও নগদ ৫ হাজার টাকা নিয়ে রনি সিদকার ফিরোজের বাসায় হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তর কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ইউএনও মনিরুজ্জামান বলেন, সংবাদের মাধ্যমে জানতে পারলাম এক পিতা তার দুই অবুজ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। জীবিকার তাগিদে শিশুদের তালাবদ্ধ করে রেখে যেতে হয় তাকে। আমি অসহায় পরিবারটির খোঁজ নিতে এসেছি। প্রাথমিকভাবে চাল ও নগদ টাকা পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, সরকার পরিচালিত ডে কেয়ার সেন্টারে শিশুদের বিষয়টি জানানো হয়েছে। তারা রোববার এসে ওদের ডে কেয়ার সেন্টারে নিয়ে যাবে। শিশু দুজন এরপর সরকারের তত্ত্বাবধায়নে থাকবে। পাশাপাশি তাদের পিতা রনি সিকদার ফিরোজকে কর্মসংস্থান ও বসবাসের জন্য আমরা ব্যবস্থা করবো।

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, ডে কেয়ার সেন্টারে প্রতিদিন সকালে শিশু দুজনকে দিয়ে আসবে আর বিকেল ৪টায় নিয়ে আসবে। শিশুদের সকল দেখভাল ডে কেয়ার সেন্টার করবে। এতে সুবিধা হচ্ছে নিশ্চিন্তে ফিরোজ কাজ করতে পারবে। তার আয় বন্ধ থাকবে না আবার বিকেলে সন্তানদের নিয়ে নিজের কাছে রাখবেন।

তিনি বলেন, ৬ বছর পর্যন্ত ডে কেয়ার সেন্টারে সরকারি তত্ত্বাবধায়নে থাকবে। এরপরে শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে থাকবে। সেখানে লেখাপড়া, প্রশিক্ষণ, থাকা-খাওয়ার অর্থাৎ সবকিছুই সরকারি উদ্যোগে করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে এই পরিবারকে সহায়তার জন্য খোঁজ নিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে পাঠানো হয়।

এর আগে ২ সন্তানকে ঘরে তালাবদ্ধ করে জীবিকার সন্ধানে বের হওয়া পিতা রনি সিকদার ফিরোজকে নিয়ে সংবাদ প্রচার হয় সংবাদ মাধ্যমে। এরপরই জেলা প্রশাসন, সমাজসেবা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হলো।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও