কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

জুলাই ১৩ ২০২৩, ১৭:৪১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জনমনে আতঙ্ক। বৃহস্পতিবার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, দুইজন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

উপজেলার বাঁশুরি গ্রামের ইরান হাওলাদারের মেয়ে ইভা (১৩) ও উপজেলার কচুয়াকাটি গ্রামের নিশিকান্ত রায়ের ছেলে সন্তোষ রায় (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন জানান, রোগীদের আমরা সার্বক্ষণিক খেয়াল রাখছি। হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হচ্ছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, হাসপাতালে ভর্তি কৃত রোগীদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি বরাদ ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের তরল খাবার ও ডাব খাওয়ার পরামর্শ দেন। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও