চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা এস এম নুর উদ্দিন মাষ্টার,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জুলাই ০৮ ২০২৩, ১৯:৩৬
Exif_JPEG_420
আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ান ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এস এম নুর উদ্দিন মাষ্টার (৭৬) আর নেই। শুক্রবার (৭ জুমাই) সকাল ৭টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মাহামুদকাঠী ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঐ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব উল্লাহ মজুমদার, সাবেক মুক্তি যোদ্ধার কমান্ডার কাজি শাখাওয়াত হোসেন, বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলাম, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ জাফর আহমেদ, শামসুল আরেফিন, মাহমুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিক-উজ- জামান প্রমুখ।









































