বামনায় জাতীয় ভিটামিন “এ’প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
জুন ১৭ ২০২৩, ১৬:৪৭
বামনা (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার বামনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নিবার্হী কর্মকর্তা অন্তরা হালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম বামনা থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম।
আবাসিক মেডিকেল অফিসার ডা:শাকিল আল মামুন ডা: মাহাদিবিন ওমর হায়দার উপজেলা শিক্ষা অফিসার নিমল চন্দ্র শীল,ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে জানানো হয় আগামী ১৮জুন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫বছর বয়সী ১০ হাজারের অধিক শিশুকে লাল রংয়ের এ ক্যাপসুল খাওয়ানো হবে।









































