বামনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
জুন ১৭ ২০২৩, ১৪:০১
বামনা (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার বামনায় আজ শনিবার প্রেসক্লাবের সামনে জামাল পুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা এবং মুল হত্যাকারীসহ জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ।
বামনা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বাংলা নিউজ২৪ ডট কম জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রেসক্লাবের সামনে বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দীনের সভাপতিত্বে ঘন্টব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল, সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি নির্ঝরকান্তি বিশ্বাস, সদস্য মনোতোষ হাওলাদার, বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়ন সহ সভাপতি গোলাম কিবরিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌসী, সিদ্দিকুর রহমান মান্না, মাসুদ রেজা ফয়সাল, মোঃ সাদেকুর রহমান সাদেক, মোঃ নজরুল ইসলাম, মিরাজসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা জানান সাংবাদিকদের বিভিন্নভাবে হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এই বর্বরোচিত ঘটনার বিচার না হলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। উল্লেখ্য গত ১৪ জুন রাতে ওই সাংবাদিককে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকাদিয়ে বাড়ীতে যাওয়ার পথে ১০-১২ জন সন্ত্রাসীরা হামলা করেন। গত ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।









































