বেতাগীতে মাদক মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জুন ০৪ ২০২৩, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে ১০ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আসলাম হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩ জুন) দুপুরে দেশের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আসলাম উপজেলার মধ্যে কাজিরাবাদ গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মাদক মামলার আসামি এবং ১০ বছর সাজাপ্রাপ্ত ছিলেন।

এ আসামি নিজেকে আত্মগোপন করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের অর্থদণ্ড করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, আসলাম মাদক মামলার আসামি। তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও