বিষখালী নদীতে পাওয়া গেল ১৩ কেজির কোরাল মাছ

মে ১৯ ২০২৩, ১১:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিষখালী নদীর বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকা থেকে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে মাছটি জেলে মাহামুদের জালে ধরা পড়ে। এম বালিয়াতলী গ্রামের মৎস্যজীবী মাহামুদ জানান, বিকেলে বিষখালী নদীতে জালে কোরাল মাছটি ধরা পড়েছে। পরে বরগুনা পৌর মাছ বাজারে নিয়ে পাইকারি দরে বিক্রি করেন। তবে কতো টাকা বিক্রি করেছে তা জানা যায়নি।

বরগুনা পৌর মাছ বাজারের খুচরা বিক্রেতা সফেজ বলেন, মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করবো।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন।

একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবেই এতো বড় কোরাল মাছ বিষখালীর নদীতে ধরা পড়ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও