কাউখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি মুলক সভা

মে ১২ ২০২৩, ১৯:২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে (১২ মে) উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।

বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা, ডাক্তার তৌফিক হাসান সৌরভ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান শাকির, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২ টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬ টি দ্বিতল প্রাইমারি, ১৭ টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও