বরগুনায় জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকি: ঘরছাড়া পরিবারের সদস্যরা
এপ্রিল ২৭ ২০২৩, ২০:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার আমতলী উপজেলার গোছখালী গ্রামের সনাতন ধর্মাবলম্বী রামেশ্বর চন্দ্র রায়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় সন্ত্রাসী হামলাকারীরা দোকানে থাকা মালামাল লুট ও মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোছখালী গ্রামের মতি শিকদার, মামুন শিকদার, আল আমিন শিকদার ও মকবুল শিকদারের সঙ্গে রামেশ্বরের পরিবারের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
বিরোধের জের ধরে বুধবার রাতে একদল ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এসে তার দোকান ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। এতে রামেশ্বরের পরিবারের লোকজন বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রামেশ্বর চন্দ্র রায়ের দোকান ঘরটি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাস্তার পাশের পুকুরের মধ্যে পড়ে রয়েছে।
ভুক্তভুগী অনিমা, সোনা, রেনু জানান, তাদের হুমকিতে আমাদের বাড়ির মেয়েদের নিজ বাড়িতে পর্যন্ত রাখতে পারছি না। তারা গায়ের জোরে আমাদের সম্পত্তির ১৮টি ভিটি বিক্রি করে দিয়েছে। তাদের ভয়ে আমাদের পরিবারের সদস্যরা স্বাভবিকভাবে জীবন-যাপন করতে পারছে না।
রামেশ্বর চন্দ্র রায় বলেন, আমি থানায় অভিযোগ দেওয়ার পর শিকদার বাড়ির লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করছে। আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শিকদারদের সঙ্গে রামেশ্বরের জমিজমা নিয়ে বিরোধে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।অভিযুক্ত আল আমিন শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, রামেশ্বর চন্দ্র রায়ের দোকান ভাঙচুর কারা করেছে আমরা জানি না। এ ছাড়া তিনি অনেক দিন ধরে অসুস্থ ও ঘটনাস্থলেও ছিলেন না বলে জানান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রনজিৎ কুমার সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































