ব্যবহার উপযোগী কমিউনিটি ক্লিনিক নিলামে বিক্রি
এপ্রিল ২৬ ২০২৩, ১৯:১৯
স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিক গত বছর ৪ লাখ টাকা ব্যায়ে সংস্কার করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অথচ চলতি বছর ব্যবহার অনুপযোগী দেখিয়ে বামনা উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যবহার উপযোগী কমিউনিটি ক্লিনিকটি নিলাম আহবান করেন।
আজ বুধবার সকাল ১০টায় সেটি মাত্র ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয় একটি চক্র স্বাস্থ্য বিভাগের সাথে আঁতাত করে কয়েক লাখ টাকা মূল্যের ভবনটি মাত্র ২৫ হাজার টাকায় নিলামে কিনে নেন। ভবন নিলামের বিষয় কোন প্রচারণা না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা জানতে পারেনি। সেই সুযোগে কাজে লাগিয়ে কয়েক লাখ টাকা মূল্যের ভবনটি ২৫ হাজার টাকায় নিলামে হাতিয়ে নিয়েছে একটি চক্র ।
এ ব্যাপারে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ বলেন নিলামের খবর তিনি জানেন না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিলামের বিষয়ে আমরা পত্রিকায় দিয়েছি এবং সর্বোচ্চ দরদাতাকে ভবন দেয়া হয়েছে। স্থানীয় বাজারে মাইকিং কেন করা হয়নি জানতে চাইলে সে কোন সদুত্তা দিতে পারিনি এছাড়া ব্যবহার উপযোগী ভবন কেন নিলামে দেওয়া হলো জানতে চাইলে সে বলেন, ওই ভবন ভেঙে ওখানে নতুন ভবন করা হবে।









































