বরগুনায় যাকাতের চেক বিতরণ
এপ্রিল ১৮ ২০২৩, ১৪:৫৬
বরগুনা প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন বরগুনায় সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে চেক বিতরন করা হয়েছে। আজ সকাল ১১ টায় সময় সদর উপজেলা হলরুমে এ চেক বিতরন করা হয়।
বরগুনা সদর উপজেলায় ২৬ জন সহ জেলায় মোট ৬৪ জনের মাঝে এ টাকা বিতরন করা হয়েছে। আদায়কৃত টাকার ৩০% গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ফিল্ড সুপারভাইজার এইচ এম রুহুল আমিন, মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ। জেলায় মোট ৩ লাখ ৩৬ হাজার টাকা বরগুনা জেলায় আদায় হয়েছে।









































