পাথরঘাটায় ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
এপ্রিল ১৩ ২০২৩, ১৯:০৯
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ শাহিন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১২ এপ্রিল) সন্ধা ৭ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়। কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম. হুমায়ুন কবির জানান, পাথরঘাটা উপজেলাধীন চরদোয়ানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে মাদক বহন কালে ১ কেজি গাঁজা, ১০০ পিচ ইয়াবা ও ১ টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী শাহীন হোসেন (২৫) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কালীবাজার এলাকার তল্লা গ্রামের মো. মানিক হোসেনের ছেলে।
তিনি আরও জানান, আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা, ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।









































