বরগুনায় অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোর আটক

মার্চ ২৫ ২০২৩, ১৮:১৭

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা তালতলীতে অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৫ মার্চ ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজার দিয়ে পালানোর সময় আটক হয় তারা।
আটককৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার বরাইতল এলাকার বাসিন্দা মো. আসাদুল (২৭) ও মো. সোহাগ আটককৃতরা দু’জনই অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার করাইবাড়িয়া ইউপির আলীরবন্দর গ্রামের শাহজাহান আকন নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে ওই দুই চোর পালিয়ে যাচ্ছিলেন।

এসময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। পরে কচুপাত্রা বাজার পাহারায় থাকা লোকজন সড়কে গতিরোধ করে অটোরিকশাসহ তাদের আটক করে। তাদের সাথে তালা কাটার যন্ত্রসহ চুরির সরঞ্জাম পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দুই চোরকে পুলিশে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও