মহিলাদের দক্ষতা বাড়াতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ১২:২৯
বরগুনা প্রতিনিধি ॥ মহিলাদের দক্ষ করে গড়ে তুলতে তিন মাস মেয়াদী উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আইজিএ) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলা শহরে মহিলাদের বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রদান করা হব। এরই ধারাবাহিকতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে প্রিন্স ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিমিটেড এর বাস্তবায়নে বরগুনায় শুরু হয়েছে মহিলাদের বিনামূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিট কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রিন্স ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিমিটেডের কো-অর্ডিনেটর মোঃ জহিরুল হক।
এ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে ৬০ জন প্রশিক্ষনার্থী ষাট দিনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ ও ভাতা প্রদান করা হবে।









































