বাসচাপায় ছাত্রী নিহত: চালক-হেলপার গ্রেফতার

জানুয়ারি ২৩ ২০২৩, ১১:০১

অনলাইন ডেস্ক :: রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যাত্রীবাহী বাস ‘ভিক্টর পরিবহনের’ ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া আক্তার (২৪) নিহত হওয়ার ঘটনায় চালক লিটন (৩৮) ও এর চালকের সহকারী আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মিরপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ‌১টার দিকে ভাটারা এলাকায় যাত্রীবাহী বাস ভিক্টরের চাপায় নিহত হন নাদিয়া। এ ঘটনার সময় নাদিয়া মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এর চালক ছিলেন তার বন্ধু মেহেদী হাসান। নিহত নাদিয়া নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও