‘প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার সমাধান’
জানুয়ারি ২২ ২০২৩, ১৭:০৪
অনলাইন ডেস্ক :: প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বলে বেইজিংও বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান দেশটির রাষ্ট্রদূত। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন তার যথাযথ ভূমিকা রেখে যাচ্ছে।
প্রসঙ্গত, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন। ইতোমধ্যে নিউইয়র্ক ও বেইজিংয়ে দেশটির মধ্যস্থতায় তিনটি বৈঠকও হয়েছে।
আমার বরিশাল/আরএইচ









































