ইজতেমা ময়দানে রাতেও হাজারো মুসল্লি: দুর্ভোগ নিয়ে ফিরছেন বাড়ি
জানুয়ারি ১৬ ২০২৩, ০৪:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গত শুক্রবার থেকে লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার সকাল ১০ টা ২৩ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। মোনাজাত শেষে বাড়ি লাখ লাখ মুসল্লি ময়দান ত্যাগ করলেও এখনো হাজার হাজার মুসল্লি ময়দানে থাকতে দেখা গেছে।
রাত আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক মুসল্লি তাদের খিত্তায় ঘুমিয়ে পড়েছেন। আবার অনেকে ময়দান ছেড়ে যাওয়ার জন্য বাসে উঠছেন।
তবে মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্রবেশমুখ ও মাঠের ভেতরে এবং বাইরে ডিউটি করছেন তারা।
আবদুল আলিম নামে এক মুসল্লি জানান, ফজরের পরপরই তারা মাঠ ত্যাগ করবেন। দিনভর যানজটের কারণে তাদের বাস প্রবেশ করতে পারেনি। তাই সকাল হলেই তারা ময়দান ত্যাগ করবেন।
রাত আড়াইটায় টঙ্গী স্টেশন রোড, বাটা গেট, কামারপাড়া রোড সরেজমিনে গিয়ে দেখা গেছে মুসল্লিরা বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন।
কামারপাড়া রোডে ট্রাক ও বাসের চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ময়দানে প্রবেশ করতেও দেখা গেছে হাজার মুসুল্লি খিত্তায় তাবুর নিচে ঘুমিয়ে পড়ছেন।
অনেকে ব্যাগ গোছাচ্ছেন। অনেকে অপেক্ষায় করছেন বাসের জন্য। তবে ময়দানে বিপুল পরিমান ময়লা আবর্জনায় ভরে গেছে।
তবে ইজতেমার আয়োজনের সঙ্গে যারা সরাসরি জড়িত তারা ইজতেমার প্রথম পর্বে ব্যবহৃত সব মালামাল জেলা প্রশাসন ও পুলিশকে বুঝিয়ে দিয়ে সোমবার বেলা ১১টার মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করবেন।
এরপর ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের (সা’দপন্থিদের) ইজতেমা শুরু হবে। সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুমতি নিয়ে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সা’দপন্থি মুরুব্বিদের বুঝিয়ে দেওয়া হবে।
এ ব্যাপারে রোববার আখেরি মোনাজাত শুরুর আগে বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোলরুমের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, এর আগে ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয় পক্ষের মুরুব্বিদের মধ্যে সিদ্ধান্ত হয় এই সোমবার বেলা ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমায় আয়োজকরা আমাদের কাছে ঠিকঠাক মতো মাঠ বুঝিয়ে দিয়ে চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব।
তিনি আরও বলেন, ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা এবং তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
আ/ মাহাদী









































