ইজতেমার যাত্রীদের সঙ্গে মিশে ইয়াবার চালান পাচার, গ্রেফতার ৩

জানুয়ারি ১৪ ২০২৩, ২৩:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্ব ইজতেমা যাত্রীদের সঙ্গে মিশে চট্টগ্রাম থেকে তুরাগ ময়দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবার বড় চালান।

তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক হয়েছে ৩০ হাজার পিসের ওই ইয়াবা চালানটি। এসময় তিনজন মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল ও তুরাগ থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে এ চক্রকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ইয়াছিন, আলী হোসেন ও হাবিবুল্লাহ। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়।ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন জানান, কতিপয় মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমা যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে নিয়ে আসছে বলে গোপন খবর ছিল।

সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে কাঙ্খিত বাসটি এসে পৌঁছালে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

এতে বাসটি দ্রুত থামিয়ে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই দুজনকের দেওয়া তথ্য মতে তুরাগের কামারপাড়ায় অভিযান চালিয়ে তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় সেগুলো বিক্রি করতেন তারা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।

সাড়ে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১: শনিবার ভোর রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাড়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ব্যাটালিয়ন।

র‌্যাব-৩ ব্যাটালিয়ন জানিয়েছে, গাজাসহ গ্রেফতারকৃত রাকিবুল হাসান ইমন সংঘবদ্ধ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম মূলহোতা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফ. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য তথা গাঁজার চালান সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও