গাড়ির নিচে নারীকে ছেঁচড়ে নেওয়া সেই শিক্ষক মারা গেছেন
জানুয়ারি ১৩ ২০২৩, ১৬:৩৯
অনলাইন ডেস্ক :: রাজধানীর শাহবাগে যে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছিলেন সেটির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহ মারা গেছেন।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
আমার বরিশাল/আরএইচ









































