ট্র্যাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

জানুয়ারি ১১ ২০২৩, ১৩:২৬

অনলাইন ডেস্ক :: রাজধানীর ভাটারা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সুলতান খা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সিএনজিচালক ছিলেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে ১০০ ফিট রাস্তার সোলমাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সুলতান খাঁর মৃত্যু হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আমরা যতটুক জানতে পেরেছি সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

নিহতের বাড়ি পিরোজপুর জেলায় উল্লেখ করে ওসি জানান, তিনি খিলগাঁও এলাকায় থাকতেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও