বরিশালের অধিনায়ক বিতর্ক সাকিবেই অবসান
জানুয়ারি ১০ ২০২৩, ১৩:০৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এবারের বিপিএল মাঠে গড়ানোর আগ পর্যন্ত গণমাধ্যম থেকে শুরু করে সকলেই জানত, গতবারের মতো এবারও ফরচুন বরিশালের দায়িত্ব সামলাবেন সাকিব আল হাসান।
দল গোছানো থেকে শুরু করে দলের অনুশীলন সুবিধা ম্যানেজ করা, সতীর্থদের দিকে নজর রাখা, অফ দ্য ফিল্ড সাকিবের এমন নেতৃত্বসুলভ আচরণে সাকিবের অধিনায়কত্বের প্রশ্নে সন্দেহ প্রকাশ করেনি কেউই।
অথচ ফরচুন বরিশালের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির পক্ষে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ট্রফি উন্মোচনের সময়ও মিরাজই থাকাতে প্রশ্ন উঠে, তবে কী ফরচুন বরিশালের অধিনায়ক মিরাজই?
এমন প্রশ্নের উত্তরে বরিশালের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে অধিনায়কের নাম জানাবেন তারা। যে সিদ্ধান্ত অবাক করেছে গণমাধ্যম থেকে শুরু করে দলটির ক্রিকেটারদেরও।
অবশেষে নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো ফরচুন বরিশাল। বিপিএলে দলটির দায়িত্ব সামলানোর গুরুভার যথারীতি সাকিবের কাঁধেই অর্পণ করা হলো।
আজ (১০ জানুয়ারি) থেকে টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই বরিশালের অধিনায়কত্ব করবেন সাকিব। এমনটাই জানিয়েছেন দলটির গণমাধ্যম বিভাগ।
আজ দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে অধিনায়কত্বের দায়িত্ব পালন শুরু করবেন সাকিব।
আ/ মাহাদী









































