ভুল থেকে শিক্ষা নিয়েছে বরিশাল
জানুয়ারি ০৯ ২০২৩, ১৯:২৪
রোববার মিরপুর শেরে-ই বাংলার একাডেমি মাঠে অনুশীলন শেষে বরিশাল কোচ বাবুল কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে। একইসঙ্গে নিজেদের দলের ফিল্ডিং এবং বোলিংয়ের উন্নতির তাগিদ দিয়ে রাখলেন।বাবুল বলেন, ‘অবশ্যই টি-টোয়েন্টিতে এখানে ১৯০ (মূলত ১৯৪) তাড়া করে ওরা জিতেছে, অবশ্যই আগে তাদের কৃতিত্ব দিতে হবে। ভালো ক্রিকেট খেলেছে, ওভারপ্রতি ১০ রান প্রয়োজন ছিল, কিন্তু ওরা চিন্তাই করেনি। ওরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। পাশাপাশি আমরা অনেক বাজে বোলিং করেছি।’
বাবুল আরো বলেন, ‘অবশ্যই, আমরা যে রকম দল, ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের টিম কম্বিনেশনটাও সেরকম। আমরা চাইবো ঘুরে দাঁড়াতে। খুব ভালো ব্যাটিং করেছি, অন্য দুটা বিভাগেও ভালো করবো। আশা করি পরের ম্যাচে সবাই কামব্যাক করবে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামবে।’অবশ্য টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারকে ইতিবাচক হিসেবে দেখে বলছিলেন, ‘কালকে মাত্র প্রথম ম্যাচ খেলেছে। এখনো অনেক ম্যাচ বাকি। শেষের দিকে হারার চেয়ে…মানে গ্রাফটাতো সব সময় একরকম যায় না। কোনো না কোনো সময় ডাউন হয়। প্রথমদিকে হারা আমাদের অনেক শিক্ষা দেবে। সবাই সাবধান হব আমরা। এটা মন্দের ভালো যে কথা বলে, সে ভালো হয়েছে।’









































