ফানুসে ঢাকার দুই জায়গায় আগুন
জানুয়ারি ০১ ২০২৩, ০১:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে এ আগুনের খবর পেয়ে দুটি করে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে যায়। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।
এছাড়া, মিরপুরে একটি ছোট আগুনের সংবাদ পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।









































