জামায়াতের সঙ্গে সংঘর্ষ, টুল দিয়ে পুলিশের আত্মরক্ষার চেষ্টা!
ডিসেম্বর ৩০ ২০২২, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর রামপুরার আবুল হোটেল এলাকা থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে একটি গণমিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছিলো জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থককরা।
এ সময় পুলিশ মালিবাগ-মৌচাক মোড়ে তাদের বাধা দেয়। তখন সংঘর্ষ বাঁধে দুই পক্ষে। সংঘর্ষের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়, এক পুলিশ সদস্যের মাথায় নেই হেলমেট; আত্মরক্ষারা জন্য ব্যবহার করেছেন প্লাস্টিকের টুল। সামনে টুল ধরেই এগিয়ে যাচ্ছেন সামনে।
ওই সংঘর্ষে কয়েকজন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে চলে যান নেতা-কর্মীরা। মৌচাক মোড় এলাকায় অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।









































