জামায়াতের সঙ্গে সংঘর্ষ, টুল দিয়ে পুলিশের আত্মরক্ষার চেষ্টা!

ডিসেম্বর ৩০ ২০২২, ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর রামপুরার আবুল হোটেল এলাকা থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে একটি গণমিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছিলো জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থককরা।

এ সময় পুলিশ মালিবাগ-মৌচাক মোড়ে তাদের বাধা দেয়। তখন সংঘর্ষ বাঁধে দুই পক্ষে। সংঘর্ষের কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায়, এক পুলিশ সদস্যের মাথায় নেই হেলমেট; আত্মরক্ষারা জন্য ব্যবহার করেছেন প্লাস্টিকের টুল। সামনে টুল ধরেই এগিয়ে যাচ্ছেন সামনে।

ওই সংঘর্ষে কয়েকজন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে চলে যান নেতা-কর্মীরা। মৌচাক মোড় এলাকায় অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও