৬ জানুয়ারি থেকে বিপিএল শুরু 

ডিসেম্বর ২৪ ২০২২, ২১:৩২

নিজস্ব প্রতিবেদক ‍॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঘণ্টা বেজে গেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ও আয়োজনের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৬ জানুয়ারি। নবম এই আসরে অংশ নিচ্ছে ৭টি দল।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে খেলা হবে দুটি। দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। একই দিন রাতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ম্যাচটি হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

এবারের আসরে ফাইনালসহ সব মিলিয়ে ম্যাচ হবে ৪৬টি। খেলা হবে তিন ভেন্যুতে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। যথারীতি উদ্বোধনীর মতো ফাইনালের ভেন্যুও হোম অব ক্রিকেট। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ফিকচারে। সূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল হবে। ফাইনালের রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রয়ারি।

বিপিএলের এটি নবম আসর। আসরে অংশ নেওয়া দলগুলো হল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও