১০ নম্বর জার্সিতে সাকিবের উল্লাস

ডিসেম্বর ১৯ ২০২২, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে চলছে তোলপাড়। আর্জেন্টিনাতেও পৌঁছে গিয়েছে মেসি ভক্তদের বার্তা।

তাদের মুখেও বাংলাদেশের নাম। রবিবার (১৮ ডিসেম্বর) রাত এ দেশের সমর্থকদের আরও এক নিদর্শন দেখলো। সারাদেশে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। উচ্ছ্বাসে মেতেছেন তারকারাও।

রবিবার রাতে উল্লাসে মাতেন সাকিব আল হাসান। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে বের হন গাড়ি নিয়ে। রাস্তায় ভক্তরা তার গাড়ি থামালে জার্সি উঁচিয়ে মেসির প্রতি ভালোবাসার জানান দেন এ অলরাউন্ডার।

টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের আক্ষেপ ঘুচলো আর্জেন্টাইন সমর্থকদের।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারাকানায় জার্মানির কাছে শেষ মুহূর্তের গিয়ে পরাজয়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। আর ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা।

কিন্তু কাতার বিশ্বকাপে সেই ভুল যেন করলেন না লিওনেল মেসি। গোটা দলকে নেতৃত্ব দিয়ে নিজে গোল করে ও দলে সতীর্থদের দিয়ে গোল করিয়ে শেষ পর্যন্ত অধরা বিশ্বকাপ জিতেই নিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাতকারে মেসি বলেন, আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। আমার নিজের ভেতর কেন জানি সেটি বারবার মনে হচ্ছিল।

এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি আর্জেন্টিনা দলের অধিনায়ক। দেশের মানুষের সঙ্গে এই জয়ের মুহূর্ত ভাগাভাগি করতে চান তিনি। এজন্য নাকি তিনি বেশ মুখিয়েও আছেন। মেসি বলেন, আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও